লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করায় ৯জনকে জরিমানা
লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করে মাস্ক বিহীন মোটরসাইকেল নিয়ে বাইরে ঘুরাফেরার অপরাধে ৯জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৮ জুন লকডাউনের ১ম দিনে সকাল থেকে আলমডাঙ্গা শহরে নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও পুলিশের মহড়া দিতে দেখা গেছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে আসার অপরাধে জরিমানাও গুনতে হয়েছে ৯জনকে।
সকাল থেকেই শহরের বিভিন্ন মোড়ে মোড়ে সহকারী কমিশনার ভূমি হুমায়ন কবীর ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, পুলিশ পরিদর্শক তদন্ত এমএম সেলিম, পুলিশ পরিদর্শক অপারেশন দেবব্রত রায়সহ বেশ কয়েকজন অফিসার ফোর্স উপস্থিত ছিলেন।
এসময় আলমডাঙ্গা পৌর এলাকার কলেজপাড়ার নজরুল ইসলামের ছেলে রাজিবকে ৫শ টাকা, মৃত ফজলুর করীমের ছেলে মাসুদকে ৫শ টাকা, কুমারী গ্রামের খন্দকার নজরুল ইসলামের ছেলে খন্দকার ওবাইদুল হককে ৫শ টাকা, মেহেরপুর গাংনী উপজেলার আমতৈল গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শরিফুল ইসলামকে ২শ টাকা, কালিদাসপুর গ্রামের জাফর আলীর ছেলে আমিরকে ১শ টাকা, জুবায়ের আলীকে ২শ টাকা, পথচারী আহম্মদ উল্লাহ নামের এক যুবককে ৫শ টাকা, আলতাফ হোসেনকে ৫০ টাকা, জাগরনি এনজিও কর্মী মুকুল হোসেনকে ৫শ টাকা জরিমানা করেন।