আলমডাঙ্গায় মাস্ক বিতরণ করেছে ফেসবুক গ্রুপ আলোকিত আলমডাঙ্গা
সাধারন মানুষকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য উদবুদ্ধ করতে মাস্ক বিতরণ করেছেন ফেসবুক গ্রুপ “আলোকিত আলমডাঙ্গা”।
২৭ জুন বেলা সাড়ে ১১টার দিকে আলিফ উদ্দিন মোড়ে কয়েকশতাধিক মাস্ক বিতরন করেন। সারাদেশের ন্যায় আলমডাঙ্গাসহ আশপাশ অঞ্চলে মহামারি করোনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই আক্রান্তের হার ও মৃত্যু বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় সাধারন মানুষকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য উদবুদ্ধ করতে এ ফেসবুক গ্রুপটি মাস্ক বিতারনের সিদ্ধান্ত গ্রহন করে। প্রথমদিন আলমডাঙ্গা আলিফ উদ্দিন মোড়ে কয়েকশ মাস্ক বিতরন করে।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত এম এম সেলিম, আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির সভাপতি সাংবাদিক রহমান মুকুল, ডায়াবেটিক সমিতির সহসভাপতি মাসুদ রানা তুহিন, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজু, আলোকিত আলমডাঙ্গা গ্রুপের তন্ময় দে, তারেক আহমেদ রিয়েল, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, পূবন, রাজ, জাহাঙ্গীর প্রমুখ।