আলমডাঙ্গায় করোনায় সমাজসেবার সাবেক সুপারভাইজার আব্দুল খালেকের মৃত্যু
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২৬, ২০২১
69
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
করোনায় মৃত্যু হয়েছে উপজেলা সমাজসেবার সাবেক সুপারভাইজার আলমডাঙ্গা কোর্টপাড়ার আব্দুল খালেকের (৬৮)। গত শনিবার রাত ১টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
জানা যায়, সম্প্রতি আব্দুল খালেক করোনায় আক্রান্ত হন। গত ১৮ জুন তিনি করোনা পজিটিভ হুন। তারপর হারদী স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৩ দিন। তারপর কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ১ দিন চিকিসাধীন ছিলেন। ৩ দিন আগে বাড়ি ফিরে বাড়িতেই অক্সিজেন মাস্ক নিয়ে চিকিৎসাধীন ছিলেন। গত শনিবার রাত ১টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
জানাযা শেষে গতকাল বিকেল সাড়ে ৫টায় স্থানীয় দারুস সালাম কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। স্বাস্থ্যবিভাগ ও ইসলামিক ফাউন্ডেশনের তত্বাবধানে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন সম্পন্ন হয়।