ঝিনাইদহে প্রেমের বিয়ে না মানায় কিশোরীর আত্মহত্যা!
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় অভিমানে আত্মহত্যা করেছে ১৬ বছর বয়সী কিশোরী ইয়াসমিন। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার গান্না মাঝেরপাড়া গ্রামে। সেই ওই গ্রামের আব্দুস সালামের মেয়ে। গ্রামবাসি জানায় নিজ গ্রামের একই বয়সী ছেলে আশিকুল ইসলামের সঙ্গে প্রেম করে চার মাস আগে বিয়ে করে ইয়াসমিন।
বহু চেষ্টা করেও প্রেমিকের বাড়িতে যেতে পারেনি ইয়াসমিন। বিয়ে মানতে নারাজ ছেলের পিতা জাহিদুল ইসলাম। এদিকে ছেলের পিতা প্রেমের বিয়ে মেনে নিতে না পারায় হতাশায়গ্রস্থ ইয়াসমিন শুক্রবার বিকালে বিষপান করে।
তাকে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সকাল ১০টার দিকে মারা যায়। খবরটি নিশ্চিত করে গান্না ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, গত বুধবার আমরা এই বিয়ের কথা জানতে পারি। এ নিয়ে তাদের দুই পরিবারে কি হয়েছে তা আমরা জানতে পারিনি।