স্ত্রীর আত্মহত্যায় প্ররোচিত করার মামলায় খাসকররার আদম আলী গ্রেফতার
স্ত্রীকে আত্মহত্যা করতে প্ররোচিত করার অভিযোগে আলমডাঙ্গার খাসকররা গ্রামের আদম আলীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে পারিবারিক কলহে বসত ঘরে গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে আদম আলীর স্ত্রী স্বপ্না খাতুন। স্বপ্না খাতুন ছিলেন আদম আলীর তৃতীয় স্ত্রী। অভিযোগ রয়েছে - পূর্বের দুই স্ত্রী সংসার থেকে বিতাড়িত আদম আলীর দুর্ব্যবহারে।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার খাসকররা গ্রামের আদম আলী প্রায় ১ বছর পূর্বে লক্ষ্মীপুর গ্রামের শওকত আলীর মেয়ে স্বপ্না খাতুনকে বিয়ে করে নিজের সংসারে এনেছিলেন। শুক্রবার দুপুরে নিজ ঘরের আড়ার সাথে গলায় উড়না পেচিয়ে তিনি আত্মহত্যা করেছেন।
এলাকাবাসিদের অনেকে জানিয়েছেন, পারিবারিক অশান্তির জন্য স্বপ্না খাতুন আত্মহত্যা করেছে। স্বপ্নার আগেও আদম আলী ২টি বিয়ে করেছিল। সে দুটি বউ অশান্তির কারণে সংসার ছেড়ে চলে গেছে।
স্বপ্না খাতুনের ভাই সুরুজ আলী জানান, বিয়ের পর থেকেই সংসারে অশান্তি ছিল। আদম আলীর খারাপ আচরণে বাধ্য হয়ে আমার বোন আত্মহত্যা করেছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, স্বামীর অত্যাচারে স্ত্রী আত্মহত্যা করেছেন। এর পূর্বে আদম আলীর ২ স্ত্রী বাধ্য হয়ে তার সংসার ছেড়ে গেছেন। এ ঘটনায় নিহতের ভাই থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন। সেই মামলায় আদম আলীকে গ্রেফতার করা হয়েছে।