উন্নত জাতের গরু ও ছাগল নিয়ে যাত্রা শুরু করল কামাল ডেউরি এন্ড গটস ফার্ম
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২৫, ২০২১
88
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
আলমডাঙ্গা কুমারী উন্নত জাতের গরু ও ছাগল নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে কামাল ডেউরি এন্ড গটস ফার্ম । ২৫ জুন বেলা আড়াইটার দিকে কামাল ডেউরি এন্ড গটস ফার্ম উদ্বোধন করা হয়।
কামাল ডেইরি এন্ড গটস ফার্ম উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি।
এসময় উপস্থিত ছিলেন ফার্মের প্রতিষ্ঠাতা দলিল লেখক কামাল উদ্দিন বিশ্বাস, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারন কর্মকর্তা ডা. বায়েজিদ খন্দকার, কামাল উদ্দিন বিশ্বাসের জামাতা মিরাজুল ইসলাম প্রিন্স , স¤্রাট আলমগীর, মেডিসিন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন। কামাল ডেউরি এন্ড গটস ফার্মে উন্নত জাতের গরু ও উন্নত জাতের ছাগল রয়েছে।