৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাজিস্ট্রেট দেখে ব্যাগ রেখে যাত্রীদের ভো দৌড়, মাইক্রোবাসের চালককে জরিমানা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২৫, ২০২১
76
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- যাত্রীরা সবাই মাইক্রোবাসে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে যশোর যাবেন। যাত্রীদের কাছে থাকা ব্যাগ গাড়িতে রাখা ছিল। খবর পেয়ে হঠাৎ ম্যাজিস্ট্রেটের গাড়ি হাজির। গাড়ি দেখেই মাইক্রোবাসে থাকা যাত্রীরা ব্যাগ রেখে পালিয়ে গেল।

এমন ঘটনা ঘটেছে বুধবার রাত সাড়ে ৭ টার দিকে ঝিনাইদহ কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার। ভ্রাম্যমান আদালতে মাইক্রোবাসের চালককে এক হাজার টাকা জরিমানা করেন। এর আগে প্রাইভেট কারে যাত্রী নিয়ে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া গাড়ি আটকে দেন সহকারী কমিশনার (ভূমি) ভূপালী সরকার।

প্রাইভেটকার চালককেও করেন এক হাজার টাকা জরিমানা। এছাড়াও বুধবার বিকেলে শহরের বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডার ও ঘোষ সুইটস নামে দুটি হোটেলকে দুই হাজার টাকা ও বাজাজ মোটর সাইকেল শো-রুমের মালিককে এক হাজার টাকা জরিমানা করেন তিনি। এছাড়াও বুধবার সকালে কালীগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। সে সময় স্বাস্থ্যবিধি না মানার অপরাধে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে ২ হাজার ৫০০ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদন্ড প্রদান করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা রাণী সাহা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram