মেহেরপুরের গাংনীতে করোনায় আরও দুই নারীর মৃত্যু
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২৫, ২০২১
102
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
মেহেরপুর প্রতিনিধি।। মেহেরপুর জেলায় করোনা সংক্রমণ হার উদ্বেগজনক বলে আখ্যা দিয়েছে স্বাস্থ্য বিভাগ। আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুই নারী।
এরা হলেন- গাংনী পৌরসভার শিশিরপাড়া গ্রামের বসতিপাড়ার মোর্শেদ আলীর স্ত্রী কোহিনুর বেগম (৫৫) ও বাঁশবাড়ীয়া গ্রামের ঈদগাহ পাড়ার হায়দার আলীর স্ত্রী জাহানার খাতুন (৬৮)। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বতর্মানে পজিটিভ রোগীর সংখ্যা ৩৮৮ জন।
এর মধ্যে শুক্রবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশিরপাড়া গ্রামের কোহিনুর বেগম। অপরদিকে সকাল দশটার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বাঁশবাড়ীয়া গ্রামের জাহানারা খাতুনের। এই দুই নারী ও তাদের পরিবারের কয়েকজন সদস্য করোনা আক্রান্ত।