করোনা মহামারীতেও মাস্ক ব্যবহার না করায় আলমডাঙ্গায় ১০ জনকে জরিমানা
করোনা মহামারীতেও মাস্ক ব্যবহার না করায় আলমডাঙ্গায় ১০ জনকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। আলমডাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় মাস্কবিহীন চলাফেরা করায় আলমডাঙ্গা রেল ষ্টেশনের আলাউদ্দিন মিষ্টান্ন ভান্ডারের মালিক আলাউদ্দিনকে ৭ শ টাকা, পশুহাট এলাকার ইকরামুল অটো হাউজের মালিক নোয়াজেশকে ১ হাজার টাকা, বিকাশ ষ্টোরের মালিক বিকাশকে ১ হাজার ৫শ টাকা, ইবি থানার আস্তানগরের জাহিদুল হাসানকে ৫শ টাকা, সাদা ব্রিজ মোড়ের মেসার্স তোফাজ্জেল হোসেন রাইস মিল মালিক তোফাজ্জেল হোসেনকে ২ হাজার টাকা, মনিরুল স্টোরের মালিক মনিরুল ইসলামকে ৫শ টাকা, আনন্দধাম ব্রিজ মোড়ে জহুরুল নগরের সবুজ আলীকে ৫শ টাকা, পুরাতন পাঁচলিয়ার জামালকে ৫শ টাকা, আনন্দধাম নাসিং হোমের মালিক শরিফুল ইসলামকে ১ হাজার ৫ শ টাকা, গোবিন্দপুর গ্রামের সাইদুল ইসলামকে ৩শ টাকা জরিমানা করেন।
এসময় আরমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক তদন্ত এমএম সেলিম, এসআই আব্দুল গাফফার সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।