যুবলীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ
যুবলীগের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আলমডাঙ্গায় ১০ হাজার মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করা হয়েছে। উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক সাজ্জাদুল ইসলাম স্বপন নিজ উদ্দ্যোগে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের নির্দেশে এ মাস্ক বিতরণ করেন। ২৪ জুন সকাল ১১ টায় আলমডাঙ্গা থানার সামনে থেকে শুরু করে শহরের বিভিন্ন মোড়ে মোড়ে ১০ হাজার মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করা হয়।
মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ উদ্বোধন করেন সহকারী কমিশনার ভ’মি হুমায়ন কবীর ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর। এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাধারন সম্পাদক হামিদুল ইসলাম আজম, সাবেক বিআরডিবি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক মহিদুল ইসলাম মহিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহব্বায়ক সাজ্জাদুল ইসলাম খান স্বপন, আলমডাঙ্গা থানার এসআই সনজিত কুমার, জেলা কৃষকলীগের অর্থ সম্পাদক ওসমান গণি বিস্কুট, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক পারভেজ মিডেল, যুগ্ম সম্পাদক কাজী চন্দন, যুবলীগ নেতা নেতা মোখলেছুর রহমান , আব্দুর রশিদ, সাগর আহমেদ, সুমন খান, শাহীন খন্দকার, রুবেল মেখ, রবিন খান, মিন্টু খান, শাহীন খান, আব্দুল্লাহ, মেহেজুল আসান, সিপন, হুদয়, সোহেল তাজ, টিটু রহমান, মুরগী হালিম, ছাত্রলীগ নেতা রুবেল, এসকে শাকিল, দিপু, হুদয়, মাহফুজ, ইমরান, সালাম, সজিব প্রমুখ।