৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা বীর মুক্তিযোদ্ধা ফেরেজুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পূর্ণ

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২৩, ২০২১
64
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


হাটবোয়ালিয়া প্রতিনিধি: আলমডাঙ্গা ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফেরেজুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার শেষে দাফন করা হয়েছে। ২৩ জুন বুধবার বেলা ১১ টার দিকে ভাংবাড়িয়া ফুটবল মাঠে মরহুমের বিদায়ই আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অফ অনার প্রদান করা হয়। গার্ড অফ অনার প্রদান করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুমায়ন কবীর, বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির উদ্দীন বিশ্বাস মালিথা, হাটবোয়াালিয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ মেজব্হাুর দ্বারাইন, ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের চৌকস দল।


জানাগেছে, ভাংবাড়ীয়া গ্রামের প্রামানিক পাড়ার মৃত জহির উদ্দীন প্রামানিকের ছেলে বীর মুক্তিযোদ্ধা ও ভাংবাড়ীয়া ইউপি সাবেক চেয়ারম্যান ফেরেজুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে যায়। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদায়ই আত্মার মাগফিরাত কামনা করে তার ভাতিজা সকলের কাছে দোয়া কামনা করেছে। গার্ড অফ অনার শেষে জানাযা নাযাজে পরিচালনা করেন সাবেক ইউপি সদস্য নগরবোয়ালিয়া মসজিদের ইমাম মাওলানা মনিরুদ্দিন।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ভাংবাড়ীয়া ইউপি চেয়ারম্যান কাওসার আহমেদ বাবলু, সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি ও হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি জিনারুল ইসলাম বিশ্বাস, হাটবোয়ালিয়া স্কুল এন্ড কলেজের সভাপতি নাহিদ হাসনাত সোহাগ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেল্টু, বীর মুক্তিযোদ্ধা খোসদেল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নাফ আলী, বীর মুক্তিযোদ্ধা সৈয়ব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবুছদ্দীন মুহুরী প্রমুখ। অন্যান্য কর্মকান্ডে ও সঞ্চালনায় ছিলেন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাসেম মাষ্টার।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram