আলমডাঙ্গা উপজেলা লোকমর্চার দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গা উপজেলা লোকমর্চার দ্বি-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুন বেলা ১১টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৩ তলায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে আলমডাঙ্গায় কোভিড-১৯“র বিরুদ্ধে সুরক্ষা ও জনচাহিদা ভিত্তিক স্বাস্থ্য সেবা ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা লোকমর্চার সভাপতি এম সবেদ আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শামীম রেজার উপস্খাপনায় উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক খন্দকার শাহ আলম মন্টু, সহসভাপতি মোল্লা গোলাম সরোয়ার, শেখ শফিউজ্জামান, তাহাজ উদ্দিন মোল্লা, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, দেবেন্দ্রনাথ দোবে, এমদাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম জয়, প্রচার সম্পাদক আতিয়ার রহমান মুকুল, সদস্য রুনু খন্দকার, আব্দুর রাজ্জাক, শরিফুল ইসলাম মুকুল, রিতা খাতুন, সবেদা খাতুন, জাহেদা খাতুন, অর্পিতা রানী পাল ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী লোক মোর্চার সচিব আবু বকর সিদ্দিক প্রমুখ।