৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শৈলকুপায় টিকটকের আড়ালে ইয়াবা ব্যবসা জাহিদ হাসানসহ আটক ২

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ২৩, ২০২১
78
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপায় টিকটকের আড়ালে ইয়াবা ব্যবসা করায় আচড় মাল্টিমিডিয়ার পরিচালক জাহিদ হাসানসহ ২ জনকে আটক করা হয়েছে। জানা যায়, ঝিনাইদহ ডিবি পুলিশের একটি দল বুধবার দুপুর ১ টার দিকে শৈলকুপা শহরের ফাতেমা মার্কেটের ২য় তলায় আচড় মাল্টিমিডিয়া নামে একটি দোকানে অভিযান চালিয়ে ২জনকে আটক করে।

আটককৃতরা হলো উপজেলার দেবতলা গ্রামের ইকতিয়ার মন্ডলের ছেলে আচড় মাল্টিমিডিয়ার পরিচালক জাহিদ হাসান ও সিংনগর গ্রামের জামিরুল ইসলামের ছেলে আব্দুস সালাম। আটকের সময় তাদের নিকট থেকে ৭৫ পিচ ইয়াবা জব্দ করে ডিবি পুলিশ। ডিবির এসআই আলিমুজ্জামান এর নেতৃত্বে সাত সদস্যের একটি দল এ অভিযান পরিচালনা করে।

ডিবি ওসি মোঃ আনোয়ার হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে কোর্টে সোপর্দ করা হবে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram