আলমডাঙ্গায় বেঙ্গল সিমেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০২০“র ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলমডাঙ্গায় বেঙ্গল সিমেন্ট ফুটবল টুর্নামেন্ট ২০২০“র ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন শনিবার বিকালে বাড়াদি এনায়েতপুর আলহাজ¦ মীর খুস্তার আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ওসমানপুর একাদশ ২-১ গোলে বাজিতপুর একাদশকে হারিয়ে জয়লাভ করে।
ফাইনাল খেলা বৃক্ষরোপন করে উদ্বোধন করেন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু। মের্সাস বিশ^াস ট্রেডার্সের মালিক সুমন বিশ^াসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বেঙ্গল সিমেন্টের এজিএম মইনুল হাসান শিমুল, আরএসএম আবু হানিফ, বাড়াদি ইউপি চেয়ারম্যান মাসুদ পারভেজ, আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক।
উপজেলা কৃষকলীগের দপ্তর সম্পাদক সাহাবুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা ফজলুর রহমান, পলাশ, রজব আলী, মুস্তাক আহমেদ স্বন, হাসিবুল মেম্বার, কুদ্দুস মেম্বার, আজগর আলী, ছাত্রলীগ নেতা মাসুম বিশ^াস প্রমুখ। খেলা পরিচালনা করেন জাহাঙ্গীর হোসেন, শফিকুর রহমান।