৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গা উপজেলা সেচ্ছাসেবকলীগের আহব্বায়ক রিফাতে মা আর নেই

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ১৮, ২০২১
59
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


আলমডাঙ্গা উপজেলা সেচ্ছাসেবকলীগের আহব্বায়ক শরিফুল ইসলাম রিফাতে মা আর নেই(ইন্না ইল্লাহি……………রাজিউন)। ১৮ জুন সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৬৫ বছর।


জানাগেছে, আলমডাঙ্গা নওদাবন্ডবিল গ্রামের মসলেম আলী বিশ^াসের স্ত্রী ও উপজেলা সেচ্ছাসেবকলীগের আহব্বায়ক ও সাবেক কাউন্সিলর শরিফুল ইসলাম রিফাতের মা রাহেলা খাতুন। তিনি দীর্ঘদিন আগে মিনি স্টোক করেন। পরে পুনরায় আবার স্টোক করে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ছিলেন। বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারের চিকিৎসা গ্রহণ শেষে নিজ বাড়িতেই চিকিৎসা গ্রহন করছিলেন তিনি।

১৮ জুন বিকাল সাড়ে ৫টার দিকে নিত বাড়িতেই তিনি মৃত্যু বরণ করেন। আলমডাঙ্গা উপজেলা সেচ্ছাসেবকলীগের আহব্বায়ক শরিফুল ইসলাম রিফাতে মায়ের মৃত্যুর সংবাদ শুনে মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য ছুটে যান জেলা সেচ্ছাসেবকলীগের আহব্বায়ক ও সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, আলমডাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহব্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জানিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহাম্মেদ ডন, আলমডাঙ্গা পৌর সভার প্যানেল মেয়র কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কাউন্সিলর আলাল উদ্দিন, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, কাউন্সিলর আশরাফুল হোসেন বাবুসহ অনেকে ।

১৮ জুন শুক্রবার রাত সাড়ে ৯টায় জানাযার নামাজ শেষে নওদাবন্ডবিল কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে মরহুমা স্বামী, ৩ ছেলে ও ১ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। মরহুমার আত্মার মাগফেরাত কামনায় মেজো ছেলে আলমডাঙ্গা উপজেলা সেচ্ছাসেবকলীগের আহব্বায়ক শরিফুল ইসলাম রিফাত সকলের নিকট দোয়া কামনা করেছেন।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram