আলমডাঙ্গা শেখপাড়ার চায়ের দোকানের জুয়ার বোর্ড থেকে ৬ জুয়াড়ি আটক
আলমডাঙ্গা উপজেলার শেখপাড়ায় চায়ের দোকানের জুয়ার বোর্ড থেকে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। ১৬ জুন ভোর সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
জানাগেছে, উপজেলার শেখপাড়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে গোলাম কিবরিয়া সারারাত চায়ের দোকান খোলা রেখে প্রায়ই জুয়ার আসর বসায়। চায়ের দোকান থেকে সাধারন মানুষ যখন চা খেয়ে চলে যায় ঠিক তার পর থেকে সকাল অবদি চলে জুয়ার আসর। ১৫ জুন রাতেও গোলাম কিবরিয়ার চায়ের দোকানে জুয়ার আসর বসেছে এমন সংবাদে হাটবোয়ালিয়া ক্যাম্প ইনচার্জ মেজবাহুর দারাইন সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর রাতে অভিযান চালান। এসময় চায়ের দোকানদারসহ ৬জনকে আটক করে।
আটককৃতরা হলেন- গ্রামের হারান শেখের ছেলে নাজমুল শেখ (২৮), মৃত আবুল কাশেমের ছেলে মসলেম উদ্দীন (৪০), মৃত মুন্নাফের ছেলে রইচ উদ্দীন (৪২), মৃত রেজাউল করিমের ছেলে দুলাল (৩০), পিজির উদ্দীনের ছেলে ফারুক হোসেন (৪০) ও মৃত আবুল কাশের ছেলে চা দোকানী গোলাম কিবরিয়া (২৮)। তাদের জুয়ার বোর্ড থেকে তাস ও নগত টাকা উদ্ধার করে পুলিশ। সকালেই তাদেরকে আলমডাঙ্গা থানায় নিয়ে জুয়া আইনে মামলা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তাদেরকে ১৬ জুন দুপুরে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।