মেডিকেলে কলেজে ভর্তির হওয়া ছাত্রীকে সংবর্ধনা দিলো আলমডাঙ্গা সরকারি কলেজ
আলমডাঙ্গা সরকারি কলেজের দরিদ্র শিক্ষার্থি ওয়াদখুলী জান্নাতী মেধা তালিকায় ফরিদপুর মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় তাকে কলেজ কর্তৃক সংবর্ধণা প্রদান করা হয়েছে।
আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম ছরোয়ার মিঠুর সভাপতিত্বে গতকাল কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি কলেজের সভাপতি পুলক কুমার মন্ডল।
এ সময় প্রধান অতিথি বলেন, এ কৃতিত্ব ওয়াদখুলী জান্নাতীর ব্যক্তিগত। শিক্ষক আন্তরিকভাবে চাইলেই যে শিক্ষার্থির জীবন বদলে দিতে পারেন তার উদাহরণ ওয়াদখুলী জান্নাতী। জান্নাতীর পথচলা কেবল শুরু। সামনে অনেক বাঁধা বিপত্তি আসবে। যারা ভালোবেসে পাশে দাঁড়িয়েছেন, জান্নাতী যেন তাদের যেন মনে রাখে। সেও যেন মানুষের পাশে দাঁড়িয়ে অনেককে সহযোগিতা করে, তাদেরকেও আলোর পথে এগিয়ে দেয়।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন, উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দীন, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সিনিয়র সহসভাপতি রহমান মুকুল, কলেজিয়েট স্কুলের উপাধ্যক্ষ শামীম রেজা।
বিশেষ ভাইস চেয়ারম্যান অ্যাড সালমুন আহমেদ ডন বক্তব্যে বলেন, সেবার মহান উদ্দেশ্য নিয়েই মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। এ পেশায় যারা আসবে অবশ্যই তাদেরকে মানবিক হতে হবে। শ্রেষ্ঠতম শিক্ষা হচ্ছে মনুষত্বের শিক্ষা। এ শিক্ষায় দীক্ষিত হতে হবে।
অধ্যক্ষ কৃষিবিদ গোলাম ছরোয়ার মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক আব্দুল মোনায়েম, সৈয়দ মামুন রেজা, মহিতুর রহমান, তাপস রশীদ, ইকবাল হোসেন, মাকসুদুর রহমান, হাবিবুর রহমান, খলিলুর রহমান, ফারুক হোসেন, শামীমা খাতুন, কলি খন্দকার প্রমুখ।
শেষে সংবর্ধিত শিক্ষার্থির হাতে শিক্ষকদের পক্ষ থেকে ক্রেস্ট ও আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়।
প্রসঙ্গত, ওয়াদখুলী জান্নাতী আলমডাঙ্গা সরকারি কলেজের ৪র্থ শ্রেণির কর্মচারী বাবলুর রহমানের জৈষ্ঠ্য কন্যা। ৮ম শ্রেণিতে পড়ার সময় দরিদ্র পরিবারের যে কিশোরীর বাল্যবিয়েতে বাবা-মাসহ আত্মীয়স্বজন সকলেই সম্মত ছিলেন। কিন্তু লেখাপড়া শিখে মানুষের মত মানুষ হওয়ার অদম্য ইচ্ছাশক্তি যে কিশোরীকে বাল্যবিয়ের পিড়িতে বসতে দেয়নি। চরম দারিদ্র আর প্রতিকুলতার বিরুদ্ধে লড়াই করেই সেই অদম্য মেয়ে ওয়াদখুলী জান্নাতীমেধা তালিকায় মেডিকেল কলেজে পড়ার যোগ্যতা ছিনিয়ে নিয়েছে।