গাংনীতে গৃহ বধূর আত্মহত্যা

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে পারিবারিক কলহের জেরে সুরাতন খাতুন(৪২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
রবিবার সকালে উপজেলা ব্রজপুর গ্রামে এই ঘটনা ঘটে।সুরাতন খাতুন তিন সন্তানের জননী।সে ব্রজপুর গ্রামের সেন্টু আলীর স্ত্রী ও নওদা পাড়া গ্রামের মুরাদ আলীর মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার নওদাপাড়া গ্রামের মুরাদ আলীর মেয়ে সেন্টু আলীর সাথে ১৭ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।অভাব অনটনের সংসারে তাদের মধ্যে প্রায় মনোমালিন্য ঘটতো।পারিবারিক কলহের জেরেই স্বামীর নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
বামন্দী ক্যাম্প ইনচার্জ আবুল খায়ের মোল্লা জানান,ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে গাংনী থানায় প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, ঘটনার শুনেছি এবং সেখানে পুলিশ পাঠানো হয়েছে।মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান।এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।