আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ জনকে জরিমানা
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ জনকে জরিমানা করেছে। ১২ জুন দুপুরে শহরের আলিফ উদ্দিন মোড় থেকে শুরু করে হাইরোড, জুতাপট্টি, হাউসপুর ব্রিজ মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভ‚মি হুমায়ন কবীর।
জানাগেছে, মহামারি করোনা ভাইরাস নতুন করে আবারও বৃদ্ধি পেয়েছে। চুয়াডাঙ্গাসহ আশপাশ শহরের বর্ডার এলাকা গুলো লকডাউন ঘোষনা করেছে সরকার। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে মাস্কবিহীন চলাফেরা করার অপরাধে আলমডাঙ্গা শহরে বিভিন্ন মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করেছেন।
এসময় হাইরোডের সাইকেল ফিটিং মিস্ত্রি লাকিকে ৫শ টাকা, বধুয়া কসমেটিসের মালিক আরকে তুহিনকে ৩শ টাকা, ডামোসের আহাদ আলীকে ৫শ টাকা, হাউসপুরের মহিবুল্লাহকে ৩শ টাকা, মন্ডল মিষ্টান্ন ভান্ডারের মালিক মনোয়ার হোসেন বেল্টুকে ৩শ টকা জরিমানা করেন। এসময় আলমডাঙ্গা থানার এসআই হাসনাইন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।