শৈলকূপার ভাটই বাজার-শেখপাড়া সড়কে করিমন-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ; নিহত ১
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ৭, ২০২১
150
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপায় ভাটইবাজার-ফুলহরি আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে রবিবার বিকালে রোজদার আলী (৫৮) নামের এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছে। তার বাড়ি উপজেলার কাজিপাড়া গ্রামে।
এই সময় মোটর সাইকেল চালক একই উপজেলার দেবিনগর গ্রামের তুজাম ফকির আহত হয়েছেন। আজ বিকাল ৬ টার দিকে উপজেলার ভাটইবাজার – ফুলহরি সড়কের আসান নগর নামক স্থানে দূর্ঘটনা ঘটেছে।
নসিমন চালক কে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তথ্য নিশ্চিত করেছেন ১৫নং ফুলহরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল।