আলমডাঙ্গায় মাল্টাবাগানে গাঁজা চাষ, কৃষক আটক
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ৬, ২০২১
119
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
মাল্টা বাগানে গাঁজা চাষ করার অপরাধে দুটি গাঁজাগাছসহ আলমডাঙ্গার কেশবপুর গ্রামের কৃষক জমির আলীকে আটক করেছে। ৬ জুন বিকালে তাকে গাঁজা গাছসহ আটক করে নিয়ে আসে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামের মৃত মইজ উদ্দীনের ছেলে জমির উদ্দীন মাঠে মাল্টা বাগান করেছেন। সেই মাল্টা বাগানে তিনি গোপনে গাঁজা চাষ করে আসছিলেন। এ সংবাদ জানার পর ৬ জুন রবিবার আলমডাঙ্গা থানার এস আই গাফফার ও এস আই জামাল ওই মাল্টা বাগানে অভিযান চালায়।
সে সময় মাল্টা বাগান থেকে দুটি গাঁজাগাছ উদ্ধার করে। পরে মাল্টা চাষি জনির আলীকে পুলিশ আটক করেছে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে জমিরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।