২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ৬, ২০২১
159
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ কালীগঞ্জে পানিতে ডুবে হুজাইফা হোসেন নামের দুই বছরের এক শিশু মারা গেছে। নিহত শিশু উপজেলার রায়গ্রাম ইউনিয়নের হাজীপুরমুন্দিয়া গ্রামে রনি শেখের ছেলে। রনি শেখ পেশায় একজন রাজমিস্ত্রি। প্রতিবেশিরা জানায়, মা রেশমা বেগম শনিবার বেলা ১১টার দিকে কিস্তির টাকা দিতে প্রতিবেশির বাড়িতে যায়।

এসময় শিশুটি খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পাশের পুকুর পানিতে পড়ে মারা যায়। পাশের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করা মেহেদী হাসান নামে একজন জানান,শিশুটির মা কিস্তির টাকা দিয়ে বাড়িতে এসে মেয়েকে না পেয়ে খোজাখুজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে হাসাতালে নিয়ে যায়।

স্থানীয় ইউপি মেম্বার জহুরুল ইসলাম জানান, পানি ডুবে মারা গেছে সংবাদ পাওয়ার পর আমি হাসপাতালে এসেছি। এরপর থানা পুলিশকে বিষয়টি জানিয়ে শিশুর মরদেহ বাড়ি নিয়ে দাফন করা হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মহুয়া পারভিন জানান, পানিতে ডুবে মৃত্যুর পর শিশুর মরদেহ হাসপাতালে এনেছিল। পরে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram