মেহেরপুর ইমারত নির্মাণকারী শ্রমিকদের পরিবারের মাঝে মৃত ভাতা প্রদান

মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলা ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত ব্যক্তিদের পরিবারের মাঝে মৃত ভাতা প্রদান করা হয়েছে। শুক্রবার রাত ৯ টার দিকে অফিস কার্যালয়ের বেড়পাড়ার ইমারত নির্মানকারী শ্রমিক পরান আলীর স্ত্রীর হাতে ১৫ হাজার টাকা প্রদান করা হয়।
এসময় ইমারত নির্মানকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম ও সাধারন সম্পাদক সাধারন সম্পাদক মনিরুল ইসলামসহ সকল সদস্যরা পরানের পরিবারের মাঝে নগদ টাকা তুলে দেন।
এসময় সহসভাপতি নজরুল ইসলাম, সহ সাধারন সম্পাদক রাসেল, সাংগঠনিক সম্পাদক আলেক উদ্দিন, কোষাধ্যক্ষ খন্দকার নাফিজুর রহমান, প্রচার সম্পাদক মিলন আলী, দপ্তর সম্পাদক মোতালেব শেখ, শ্রম ও কল্যান সম্পাদক জালাল উদ্দিন, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক ইসরাফিল হোসেন, সদস্য মজনু সরদার, মাজেদুল হক, ছাবদার আলী, ফিরোজ আলী এবং সাবেক সভাপতি আবুল হোসেন উপস্থিত ছিলেন।