বাপ তুলে দিলেন পুলিশের হাতে, ম্যাজিস্ট্রেট দিলেন কারাদণ্ড
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। ৩ জুন আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হুমায়ুন কবীর নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের পূর্বে মাদকসেবী যুবককে তার বাবা নিজে ধরে পুলিশের হাতে তুলে দেন।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্রামের ফজলুর রহমান বাবুর ছেলে রিয়াদ মাদকসেবী। নেশার টাকা জোগাড় করতে বাড়িতে টাকা-পয়সাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চুরি করে বিক্রি করা তার পুরাতন অভ্যাস। বাপ-মা কাউকেই আর ভ্রুক্ষেপ করে না। পুরো পরিবারটাকেই দোজখে পরিণত করেছে। অতিষ্ঠ হয়ে বাপ মাদকাসক্ত ছেলেকে সকালে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের হাতে তুলের দেন।
এ সংবাদ পেয়ে আলমডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে পৌঁছেন। তিনি ঘটনার সত্যতার প্রমাণ পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন।