৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

“আমার নাম হিরন চেয়ারম্যান” লাথি দিয়ে তোর বুকের ছিনে ভেঙে ফেলবো”

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
জুন ১, ২০২১
117
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণের বিরুদ্ধে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সোমবার রাতে ডায়েরিটি করেন পোড়াহাটি ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত ফেলু মোল্লার ছেলে গোলাম সরোয়ার কোটন। ডায়েরি সূত্রে জানা গেছে, গোলাম সরোয়ার কোটনের সামাজিক প্রতিপক্ষ হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পোড়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন। স¤প্রতি তার এলাকায় মারামারি হলে কোটন চেয়ারম্যান হিরনকে আসামী করে মামলা করেন।

মামলার করার কারণে চেয়ারম্যান হিরণ সোমবার (৩১ মে) দুপুর ২টা ১৩ মিনিটে ০১৯২৩৬৯৪৫৩২ নম্বর মোবাইল থেকে কোটনকে হুমকি দিয়ে বলেন, “আমার নাম হিরন চেয়ারম্যান”। তুই আমার নামে কোর্টে মামলা করেছিণ। লাথি দিয়ে তোর বুকের ছিনে ভেঙে ফেলবো”।'

হুকমকীর কারণে বাদি জীবনের নিরাপত্তার অভাবে থানায় জিডি করতে বাধ্য হন। ঝিনাইদহ সদর থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক এমদাদ সাধারণ জিডি করার কথা স্বীকার করেন। বিষয়টি নিয়ে সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরণ বলেন, আমি এলাকার জনপ্রিয় চেয়ারম্যান। আমার প্রতিক আমি নিজেই। অথচ তুচ্ছ ঘটনা নিয়ে আমার নামে মামলা করেছে।

তিনি বলেন ঘটনা এক গ্রামের, আর আমার নামে মিথ্যা মামলা করা হয়েছে। তিনি বলেন, এটা কোন হুমকী নয়, এলাকার মানুষ হিসেবে বলেছি।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram