মেহেরপুরে বিশ্বদুগ্ধ দিবস ও সপ্তাহ উপলক্ষে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মেহেরপুর প্রতিনিধি। প্রতিদিন এক গ্লাস দুধ পান করুন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন- এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুরে বিশ্বদুগ্ধ দিবস ও সপ্তাহ-২১ উপলক্ষে রেলি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় জেলা প্রানীসম্পদ অধিদপ্তর ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর সহযোগিতায় রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জ্যামি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এমএ খালেক। স্বাগত বক্তব্য ও ভিডিও প্রদর্শন করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডঃ মোঃ শহিদুল ইসলাম।
উপস্থাপনায় ছিলেন ভেটেরিনরি সার্জন ডাক্তার সৈয়দ জাকিবুল ইসলাম। এছাড়াও ২ই জুন সকাল ৭টার সময় গাংনী ভাটপাড়া আশ্রায়ন প্রকল্প এলাকায় গবাদিপশু, হাঁস-মুরগী টিকাদান প্যাকেটজাত দুধ বিতরণ ও টি-শার্ট বিতরণ করা হবে। সকাল দশটার সময় দুগ্ধ পণ্য বহুমুখীকরণ এ পরামর্শ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে জেলা প্রাণিসম্পদ দপ্তর।
মেহেরপুর ও মুজিবনগর সরকারি শিশু পরিবারে শিশুদের মাঝে প্যাকেটজাত দুধ , টি-শার্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মেহেরপুর জেনারেল হাসপাতালে দুধ বিতরণ। এছাড়াও রচনা ও চিত্রাঙ্কন , কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে