৯ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ঝিনাইদহে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ৩১, ২০২১
93
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রোববার সকালে শহরের এইচএসএস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপি। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আক্তারুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এ্যাড. এশিয়ূর রহমান।

প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম এ মজিদ বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আব্দুল মালেক, জাহিদুজ্জামান মনা, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের যুগ্ম-আহবায়ক কে এম ওয়াজেদ, সদর থানা বিএনপি’র আহবায়ক মুন্সী কামাল আজাদ পান্নু, সদর পৌর বিএনপি’র আব্দুল মজিদ বিশ্বাস, জেলা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিকি।

জেলা কৃষকদলের আহবায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মানিক প্রমুখ। আলোচনা সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পরে শহরের উজির আলী স্কুল মাঠে ৫’শ অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram