আলমডাঙ্গায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী পালন

আলমডাঙ্গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পরে শহরের অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ৩০ মে রবিবার বাদ আসর আলমডাঙ্গা শহরের আনন্দধাম রোডের ফায়ার সার্ভিসের পাশের চাতালে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএপির অন্যতম সদস্য শরিফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম মনি, জেলা বিএনপির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু, জেলা যুবদলের সাংগঠনিক জায়েদ খান রাজিব, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আমানুল্লাহ আমান, জেলা ছাত্র দলের যুগ্ন সাধারন সম্পাদক মিশা, জেলা পৌর ছাত্রদলের আহব্বায়ক কৌশিক আহম্মেদ রানা, সদস্য সচিব মাজেদুল ইসলাম মেহেদী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আল মাহমুদ সাদ্দাম, আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি পৌর বি এন পি আনিসুর রহমান আনিছ।
পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক আজিজুর রহমান পিন্টুর উপস্থাপনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আক্তার জোর্দ্দার, কালিদাসপুর ইউপি সাবেক সভাপতি আইনাল হোসেন, জেহালা ইউপি চেয়ারম্যান আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্য সচিব কনক মাহমুদ, জেলা ছাত্রদলের সহ সম্পাদক সাদ্দাম, যুবদল নেতা পলাশ, সাজু, যুবদল নেতা খায়রুল আলম, রফিকুল ইসলাম, মোখলেসুর রহমান মুকুল,সুমন হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব আল ইমরান রাসেল, যুগ্ন আহবায়ক মাসুদ রানা, বকুল হোসেন, টগর, নাছিম, আশিক, ইয়াছিন আরাফাত, প্রান্ত, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসানাত্ রিংকু, যুগ্ন আহবায়ক রকিবুল ইসলাম রকি, হাবিবুর রহমান রাজু, ওহায়িদুর রহমান শুভ, রাজিব আহমেদ রাজু, হিমেল বিশ্বাস, জাকারিয়া ইসলাম শান্ত, সজিব আহমেদ, সবুজ আলি, আকাশ, পারভেজ, তানভির, মানিক, রতন, রিয়াজুল ইসলাম, সাকিলুজ্জামান, সোহেল রানা প্রমূখ। উক্ত দোয়া অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা বণিক সমিতির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ মোতালেব হোসেন ।