প্রধান শিক্ষক ওমর আলী ছিলেন জ্ঞানের ভান্ডার--স্মরণসভায় বক্তারা

গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী হোগলবাড়িয়া-মোহাম্মদপুর হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম ওমর আলী স্যারের স্বরণ সভা অনুষ্ঠিত। শনিবার সকালে হোগল বাড়িয়া-মোহাম্মদপুর স্কুল প্রাঙ্গণে এই স্বরণ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য (সাবেক সংসদ সদস্য) সেলিনা আক্তার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গাংনী পাইলট স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, খলিশাকুন্ডি ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ এমদাদুর রহমান, সাবেক ছাত্র ডা. নাজমুল হক সাগর,মহম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রহমান, হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুজ্জামান, সাবেক সহকারী শিক্ষক ও মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের সাবেক প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, মটমুড়া ইউনিয়ন আওমী লীগের সভাপতি আবুল কাশেম,মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ প্রমুখ। এ সময় বক্তারা বলেন,মরহুম শিক্ষক ওমর আলী একটি আদর্শের নাম।যিনি ছিলেন আঁধারের মাঝে আলোর প্রদীপ।
পিছিয়ে পড়া শিক্ষাকে তুলে এনেছেন মানুষের মাঝে।নানা গুণে বিশেষিত ছিলেন শিক্ষক ওমর আলী।তাঁর বর্ণাঢ্য জীবনে আছে সফলতার অনেক দিক।আর সেই সফলতার জন্যই তিনি স্বরণীয় হয়ে থাকবেন সবার হৃদয়ে। মরহুম ওমর আলী হাজী ভরষ উদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে ১৯৬০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত এই বিদ্যালয়ে শিক্ষকতা করেন ।দীর্ঘ ৪২ বছর চাকুরি শেষে তার শিক্ষকতা জীবনের ইতি টানেন। এসময় গাংনী উপজেলা বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, অত্র বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন,সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিদ্যালয়ের সাবেক ছাত্র অ্যাডভোকেট একেএম শফিকুল আলম।