মহেশপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার গোপালপুর বালিবাজার গ্রামে সাপের কামড়ে এক শিশুর মৃত্যুু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও বালিবাজার পাড়ার বাসিন্দা শফিকুল্লাহ জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে গোপালপুর গ্রামের ওহেদ আলী তার মেয়ে টুপা খাতুনকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় সাপ তাকে পাঁচবার কামড় দেয়। এ সময় শিশুটি চিৎকার করতে থাকলে ওহেদের ঘুম ভেঙ্গে যায় এবং মেয়ের কোমরে সাপ পেঁচানো অবস্থায় দেখে তিনি সাপটিকে ছুড়ে ফেলে দেন।
পরে ঝাড় ফুক করা অবস্থায় রাত ১টার দিকে শিশুটির মৃত্যু হয়। মহেশপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ওয়ার্ডের বাসিন্দা ওহেদ মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে মৃত্যুু হয়েছে। মেয়েটি প্রথম শ্রেনীতে পড়তো।