আলমডাঙ্গায় নির্মানাধীন বধ্যভূমি পার্ক পরির্দশন করলেন এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গায় নির্মানাধীন বধ্যভ‚মি পার্ক পরির্দশন ও নেতা কর্মিদের সাথে মতবিনিময় করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। ২৭ মে বিকালে তিনি আওয়ামীলীগের উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতা কর্মিদের সাথে মতবিনিময় শেষে আলমডাঙ্গায় নির্মানাধীন বধ্যভ‚মি পার্ক পরির্দশন করেন।
এসময় তিনি বলেন, মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ইতোমধ্যে ভারত থেকে আসা আমাদের দেশের মানুষের মাঝে ভারতীয় ভেরিয়েন্ট ও বøাক ফাংগাস পাওয়া গেছে। গত কয়েকদিন ধরে দর্শনা বডার হয়ে ভারত থেকে যারা এসেছে সকলকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী তাদেরকে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকা দিন গুলোয় সমস্ত খরচ দিচ্ছে। এছাড়ার তিনি বধ্যভ‚মি পার্ক সম্পর্কে বলেন, এ পার্কটি শুধু চিত্তবিনোদনের ব্যবস্থাই হবে না, একই সাথে মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের ইতিহাসও নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে। যাদের আত্মত্যাগের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে সে সব সূর্য সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদেরকে উপযুক্ত সন্মান জানাতে হবে। নতুন প্রজন্মকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের গৌরবগাঁথা স্মরণ করিয়ে দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজ জামান লিটু বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, উপজেলা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমার অরুন, পৌর আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, সহসভাপতি আমিনুল ইসলাম অপু মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহাম্মেদ ডন, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিন্টু, তরিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, কাউন্সিলর খন্দকার মজিবুল ইসলাম, ডাউকি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম দিপু, বেলগাছী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান চঞ্চল, পৌর আওয়ামীলীগের নির্বাহী সদস্য মহসিন কামাল, পৌর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকের মধ্যে, রেজাউল হক তবা আক্তারুজ্জামান জাহাঙ্গীর হোসেন, পরিমল কুমার কালু ঘোষ, আওয়ামীলীগ নেতা রিপন শাহ, বিপ্লব মাস্টার, মকবুল, কলেজ ছাত্রলীগ সভাপতি আশরাফুল হক, উপজেলা ছাত্রলীগের অর্থ সম্পাদক আলম হোসেন, কলেজ ছাত্রলীগের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা রকি, সাকিব, সজিব, টিটন, শিহাব প্রমুখ।