১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আলমডাঙ্গায় গাঁজা গাছসহ গাঁজা চাষী হুমায়ন আটক

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২৫, ২০২১
84
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রাগপুর গ্রাম থেকে গাঁজা গাছসহ গাঁজা চাষী হুমায়নকে আটক করেছে। ২৫ মে বিকালে হুমায়নের নিজবাড়ি থেকে ঘরের সামনে লাগানো একটি গাঁজা গাছসহ তাকে আটক করে নিয়ে আসে।

জানাগেছে, উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুর গ্রামের মুত ছানোয়ার গাইনের ছেলে হুমায়ন গাইন(৩২) বেশ কয়েক মাস আগে মায়ের ঘরের সামনে একটি গাঁজা গাছ লাগিয়ে নিয়মিত দেখাশুনা করে। গাছটি বর্তমানে প্রায় ১০ ফুট লম্ব হয়ে উঠেছে। কিছু দিনের মধ্যে গাঁজা গাছের মুছা আসবে। ২৫ মে আলমডাঙ্গা থানার এস আই হাসনাইন, এস আই সুফল কুমার বিশ্বাস, এ এস আই আব্দুল হামিদ এবং এ এস আই মহিউদ্দিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা গাছসহ হুমায়নকে আটক করে। আটকের পর তাাকে আলমডাঙ্গা থানায় নিয়ে আসে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মাদক মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, হুয়ামন গাইন নিজ বাড়িতে গাঁজা গাছ লাগিয়ে চাষ করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার কয়েকজন অফিসার অভিযান চালিয়ে গাঁজা গাছসহ তাকে আটক করে। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram