১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

গাংনীতে মানববন্ধন করেছে সামাজিক সংগঠন কাম ফর হিউম্যানিটি

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ২৩, ২০২১
127
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

গাংনী প্রতিনিধিঃ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসন ও নির্বিচারে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সামাজিক সংগঠন কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ) ও সচেতন সমাজ। রবিবার সকালে গাংনী বাসস্ট্যান্ড রেজাউল চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে ব্যাপক সংখ্যক মানুষের উপস্থিতি ছিল।

প্রতিবাদ সমাবেশে চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধের দাবি জানানোর পাশাপাশি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তির্পূণ পরিবেশ ফিরে আনতে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান।এছাড়া ইসরায়েলের পণ্য বর্জনের ঘোষণা দেন বক্তারা।

কাম ফর হিউম্যানিটি'র সমন্বয়ক (সার্বিক) সবুজ আহমেদ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিপুল জাহিদ, চ্যানেল আই ক্ষুদে গানরাজ শাহাবুদ্দিন সাজ্জাদ উদয়, ছাত্রনেতা হিরোক খানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের অতিরিক্ত সমন্বয়ক সোহরাব হোসেন, নাহিয়ান রাজ, এডিটর সামিউল ইসলাম, সোহরাব হোসেন, সাব্বির আহমেদ নাহিদ, উমায়ের হোসেন অর্ক, তুহিন হোসেন প্রমুখ।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram