আলমডাঙ্গায় দুটি মোটর সাইকেলের মুখমুখি সংঘর্ষে দুই চালকসহ ৩জন মারাত্মক জখম

আলমডাঙ্গা এরশাদপুরে দুটি মোটর সাইকেলের মুখমুখি সংঘর্ষে দুই চালকসহ ৩জন মারাত্মক জখম হয়েছে। ২২ মে আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের মধ্য দিয়ে পিতাকে পিছনে নিয়ে আলমডাঙ্গা আসার পথে বিপরীত দিক থেকে আসা পান্টু হুজুরের খাদেম আঃ সামাদ দ্রæত গতিতে এসে ধাক্কা দেয়। এতে বৃদ্ধ আমির আলী মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মক জখম হয়।
জানা যায়, আলমডাঙ্গার কেদারনগর গ্রামের আমির মালিথা ছেলে আশিকের মোটর সাইকেলের পিছনে বসে আরমডাঙ্গা বাজারে আসছিলেন। তারা এরশাদপুর গ্রামে পান্টু হুজুরের দরবারের নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা এরশাদপুর গ্রামের মৃত ছকি রদ্দিনের ছেলে আব্দুস সামাদ দ্রæতগতিতে মোটরসাইকেল চালিয়ে দরবারে ঢুকার সময় তাদের ধাক্কা দেয়। এতে বৃদ্ধ আমির আলী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মক জখম হয়।
আহত হয় দুই মোটরসাকেরের চালক আশিক ও সামাদ। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত বৃদ্ধকে ভ্যানে উঠিয়ে নিকটবর্তী ক্লিনিকে নিয়ে যাচ্ছিলেন। সাথে ভ্যানে যাচ্ছিলেন মোটরসাইকেল চালক সামাদও। পথের মধ্যে আহত বৃদ্ধ অজ্ঞান হয়ে পড়লে মোটরসাইকেল চালক সামাদ ভ্যান থেকে লাফ দিয়ে পালাতে চেষ্টা করেন। সে সময়স্থানীয়রা তাকে ধরে জোর করে ভ্যানে বসিয়ে ক্লিনিকে নিয়ে যান। এ দৃশ্য সড়কের অনেকের নিকটই ছিল উপভোগ্য।