ছিনতাই, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলার আসামি পোড়াদহের আব্দুস সালাম ফকির আটক

ছিনতাই, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলার আসামি কুষ্টিয়ার পোড়াদহের আব্দুস সালাম ফকিরকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ। এ সময় তার নিকট থেকে ছিনতাই করা মোবাইলফোন সেট উদ্ধার করেছে।
জানা যায়, কুষ্টিয়া জেলার পোড়াদহের মৃত রাফাজেল বিশ্বাসের ছেলে আব্দুস সালামকে আলমডাঙ্গা থানা পুলিশ আটক করেছে। গত ২০ মে দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গার সাতগাড়ীর সাদেক আলীর ছেলে আলাউদ্দীন ব্যবসার কাজে ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় মোটরসাইকেলযোগে আলমডাঙ্গায় আসছিলেন। আলমডাঙ্গা শহরের ভেতর ঢোকার মুখে উত্তরা ফিলিং স্টেশন থেকে তিনি মোটরসাইকেলের পেট্রল নেন। শেষে বাইপাস সড়ক দিয়ে আলমডাঙ্গা শহরে প্রবেশের মুখে ৩ যুবক তার পথ আটকে মোটরসাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে টেনে নিয়ে পাশের এক বাগানে গাছের সাথে বেঁধে রেখে তার মোটরসাইকেল (টিভিএস মেট্রো-১০০ সিসি) ও মোবাইলফোন সেট নিয়ে চলে যায়।
এ ঘটনায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আব্দুস সালাম ফকিরকে আটক করেন। গ্রেফতারকালে পুলিশ তার নিকট থেকে ছিনতাইয়ের শিকার ব্যবসায়ি আলাউদ্দীনের ব্যবহৃত মোবাইলফোন সেট উদ্ধার করে।
এ এসপি (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, আলমডাঙ্গায় ব্যবসায়িকে কুপিয়ে বেঁধে রেখে মোটরসাইকেল ছিনতাইয়ের সাথে আব্দুস সালাম জড়িত। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে তিনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, আটক আব্দুস সালাম ফকিরের বিরুদ্ধে কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হত্যা, চাঁদাবাজি ও ছিনতাই মামলা রয়েছে।
এ অভিযানে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জাহাঙ্গীর আলম, পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবব্রত রায়, এসআই সুলতান ও সঙ্গীয় ফোর্স।