ফেসবুকে যুবতীর নগ্ন ছবি পোস্ট করার মামলায় মাজুর আল আমিন গ্রেফতার

পূর্ব পরিচিত মেয়ের নামে ফেক ফেসবুক আইডি খুলে নগ্ন ছবি পোস্ট করার অভিযোগে দায়েরকৃত মামলায় আলমডাঙ্গার মাজু গ্রামের বখাটে যুবক আল আমিনকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
এজাহারসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার ভোদুয়া গ্রামের এক যুবতীর সাথে সুসম্পর্ক গড়ে উঠে পার্শবর্তী মাজু গ্রামের তোয়াজ আলী বিশ্বাসের ছেলে আল আমিনের। সে সময় আল আমিন ওই যুবতীর কিছু ছবি তুলে রাখে। প্রায় ৬ মাস পূর্বে যুবতীর বিয়ে হয়ে যায়। বর্তমানে ওই যুবতী স্বামীর সাথে ঢাকাতে অবস্থান করেন।
অন্যদিকে, আল আমিন যুবতীর নামে ফেসবুকে ফেক আইডি খুলেছে। সেই আইডিতে যুবতীর ছবি এডিট করে সেই নগ্ন ছবি ফেক আইডিতে পোস্ট দেয়। এ ঘটনা এলাকায় ব্যাপকভাবে জানাজানি হয়। ফলে যুবতীর পরিবার ভীষণ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন।
এ ঘটনায় যুবতীর বাপ বাদী হয়ে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করেন। সে মামলায় পুলিশ ২১মে দিনগত রাতে আল আমিনকে গ্রেফতার করেছে।