আলমডাঙ্গায় ১৩৭জন গ্রাম পুলিশের মধ্যে বাই সাইকেল ও পোশাক - পরিচ্ছদ বিতরণ
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩৭জন গ্রাম পুলিশের মধ্যে বাই সাইকেল ও পোশাক - পরিচ্ছদ বিতরণ করা হয়েছে। ২০ মে দুপুরে আলমডাঙ্গা উপজেলা চত্ত্বর থেকে তাদের হাতে বাইসাইকেল ও পোশাক হস্তান্তর করেন আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ১৫টি ইউনিয়নের ১৩৭ জন গ্রাম পুলিশের মধ্যে এসব সাইকেল ও পোশাক - পরিচ্ছদ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।
এসময় উপজেলা উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন বলেন, এই সাইকেল বিতরণের ফলে স্থানীয় গ্রাম পুলিশদের কাজ আরো গতিশীল হবে। ইউনিয়ন পরিষদের সকল তথ্য তারা গ্রামে গ্রামে দ্রæত পৌঁছে দিতে পারবেন।
বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশ ইদ্রিস আলী বলেন, এখন সহজে ও কম সময়ে অধিক কাজ করা সম্ভব হবে। আমাদের পরিশ্রমও কমবে।