গাংনীতে ৬টি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন
গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে নব নির্মিত ৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে বিদ্যালয় গুলোর উদ্বোধন করেন সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন।
উদ্বোধনকৃত বিদ্যালয়রে মধ্যে রয়েছে পৌর শহরের চৌগাছা ভিটাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,কাথুলী ইউনিয়নের নবীনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,সাহারবাটি ইবাদত খানা সরকারী প্রাথমিক বিদ্যালয়,সাহারবাটি (বাশঁবাড়িয়া) কলনিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়,চান্দামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কসবা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন,গাংনী পৌর মেয়র আহমেদ আলী, গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আলাউদ্দীন,উপজেলা প্রকৌশলী গোলাপ আলী শেখ, গাংনী থানার ওসি বজলুর রহমান, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা, কাথুলী ইউপি চেয়ারম্যান মো: মিজানুর রহমান রানা,সাহারবাটি ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক,রাইপুর ইউপি চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু,আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান মাষ্টার ও বামুন্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো: ওবাইদুর রহমান কমল। এসময় সরকারী কর্মকর্তা,শিক্ষক সহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য : গতবুধবার গাংনী উপজেলার আরো ৭ টি নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়।