ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন করেছে সর্বস্তরের মানুষ
।মেহেরপুর প্রতিনিধি \ ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মেহেরপুরের সাংবাদিক, সুশীল সমাজ, সর্বস্তরের ছাত্র-ছাত্রীবৃন্দ। বুধবার দুপুর ও বিকালে শহরের প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন বুয়েট ছাত্র এস.এম প¬াবন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনির হাসান, ঢাকা কলেজেন ছাত্র জাহিদ হাসান, নাসিম রানা বাধন। জেলা ও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা মানববন্ধনে অংশ নেয়। এদিকে বুধবার বিকেলে প্রেসক্লাবের সামনে মেহেরপুর প্রতিবাদী নাগরিক সমাজের ব্যানারে ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
বক্তব্য রাখেন অরনি থিয়েটারের সভাপতি নিশান সাবের, সাধারণ সম্পাদক আতিক স্বপন সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, ইসরাইল একটি রাষ্ট্রই নয়। অথচ বছরের পর বছর ফিলিস্তিনিদের উপর নির্যাতন চালাচ্ছে। হত্যা করা হচ্ছে সাধারণ মানুষ ও শিশুদের। অবিলম্বের এ হামলা বন্ধের দাবি জানান তারা। এছাড়াও ফিলিস্তিনিদের ত্রান আটকে দেবারও তীব্র প্রতিবাদ জানান তারা।