১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে করোনা পরিস্থিতি,ভ্যাক্সিনেশন ও ত্রান সামগ্রী বিতরন নিয়ে মতবিনিময়

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ১৯, ২০২১
112
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর জেলার করোনা পরিস্থিতি এবং ভ্যাক্সিনেশন কার্যক্রম, সার্বিক ত্রাণ কার্যক্রম, আশ্রায়ন প্রকল্পের অগ্রগতি এবং বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক কোভিড-১৯ দ্বিতীয় ঢেউ পরিস্থিতি মোকাবেলায় মেহেরপুর জেলায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মেহেরপুর জেলায় উপকারভোগীর পরিবার এর সংখ্যা হচ্ছে ১৩ হাজার ২৫০ টি, ভিজিএফ আর্থিক সহাযতা প্রদান করা হয়েছে ১৫ হাজার ২৫০ টি পরিবারের মাঝে।

এছাড়াও শিশু খাদ্য ক্রয় নগদ অর্থ ৩ লক্ষ টাকা এবং শুকনা খাবার বাবদ ৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা হাফিজ উদ্দিন, সহকারী কমিশনার , মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও মেহেরপুর প্রতিদিন বার্তা সম্পাদক ইয়াদুল মোমেন, দপ্তর সম্পাদক ও দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকায় প্রতিনিধি মাসুদ রানাসহ সাংবাদিকবৃন্দরা।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram