আলমডাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় অভিযুক্ত ভাসুর কারিবুল গ্রেফতার
আলমডাঙ্গা শ্রীরামপুর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধি ভাইয়ের স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলায় অভিযুক্ত ভাসুর কারিবুলকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ মে আলমডাঙ্গা পাইকপাড়া ক্যাম্প পুলিশ কারিবুলকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। গত ৩০ মার্চ রাশিদুলের স্ত্রী কারিবুলকে আসামী করে আলমডাঙ্গা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
জানাগেছে, উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে বুদ্ধি প্রতিবন্ধি রাশিদুল ইসলামের সাথে প্রায় আড়াই বছর আগে বিয়ে হয় কুষ্টিয়া মাজিলা গ্রামের মনিরা খাতুনের সাথে। বুদ্ধি প্রতিবন্ধি রাশিদুল সারা দিন আলমডাঙ্গা শহরে একটি হোটেলে কাজ করে। প্রতিদিন সকালে কাজে আসে আর সন্ধ্যার পর বাড়িতে যায়। বিয়ের পর থেকেই মাঝে মাঝে গ্রামের মৃত আজিজার শেখের ছেলে কারিবুল ইসলাম ছোট ভাইয়ের স্ত্রীকে যৌন নির্যাতনে ইশিরা ইঙ্গিত করে আসছিল। বাড়ি ফাঁকা পেলেই কারিবুল তার ভাইয়ের স্ত্রীকে বিভিন্ন ভাবে যৌন নির্যাতন করতো। গত মার্চ মাসে কারিবুলের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে ভাইয়ের স্ত্রী তার বাড়ির মধ্যে গেলে তাকে জাপটে ধরে গোসলখানায় নিয়ে যায় কারিবুল। রাশিদুলের স্ত্রী কয়েক মাসের অন্তসত্তা জেনেও তাকে ছেড়ে দেয়নি কারিবুল। এই ঘটনা গ্রামে জানাজানি হলে এলাকায় মুখরোচক সংবাদে পরিনত হয়।
এ ঘটনার পর কারিবুল গ্রামের বিভিন্ন মানুষ দিয়ে প্রতিবন্ধি চাচাতো ভাই,ভাইয়ের স্ত্রী ও চাচীকে টাকার প্রলোভন দেখাতে থাকে। বিভিন্ন ভাবে হুমকি ধামকিও দেয় কারিবুল ও তার পক্ষের লোকজন। কারিবুল মানুষকে বলতে থাকে তার নিকট থেকে টাকা হাতানোর জন্য প্রতিবন্ধি রাশিদুল ও তার স্ত্রী আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। প্রায় ২৫দিন পর প্রতিবন্ধি রাশিদুলের স্ত্রী কোন উপায় অন্তর না পেয়ে আলমডাঙ্গা থানায় ৩০ মার্চ ধর্ষন মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পরও কারিবুল মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিতে থাকে রাশিদুল ও তার স্ত্রীকে।
মামলা তদন্তকারী অফিসার এসআই গিয়াস উদ্দিন বলেন, মামলা দায়ের হওয়ার পর থেকে কারিবুল পলাতক ছিল। মাঝে মাঝে বাড়ি আসার সংবাদ পেয়ে তাকে ধরার জন্য অভিযান চালাতাম। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেলেই পালিয়ে যেত। ১৮ মে সকালে গোপন সংবাদের ভিত্তিতে কালিদাসপুর সাদা ব্রিজ মোড় থেকে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।