২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

গাংনীর তেরাইল গ্রামে আবারও ফসলের সাথে শত্রুতা

প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ১৮, ২০২১
148
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি : 

মেহেরপুর প্রতিনিধি। মেহেরপুরের গাংনীতে আবারও ফসলের সাথে শত্রুতার ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা তেরাইল গ্রামে। রাতে তেরাইল গ্রামের আজগর আলীর বিল পাড়ের মাঠে অর্ধশত বাঁশ গাছ উপড়ে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।

আজগর আলী জানান, আমি তেরাইল বিল পাড়ের মাঠে আমার নিজ জমিতে মেহেগুনি চারা ও বাঁশ গাছ লাগিয়েছি। গত রবিবার বিকেলে আমি প্রতিদিনের ন্যায় বাঁশ গাছের গোড়াই পানি দিয়ে এসেছি। কিন্তু সোমবার সকালে গিয়ে দেখি রাতের আধারে কে বা কারা ওই বাঁশ গাছ সম্পূর্ণ উপড়ে ফেলে দিয়েছে। এভাবে ফসলের সাথে শত্রুতা করলে আমরা কৃষকরা কিভাবে চাষাবাদ করব।

এ ব্যাপারে মঙ্গলবার গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি করেন আজগার আলী। ডায়েরি নং ৭৫৬। গাংনী থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, বাঁশ গাছ উপড়ানোর ব্যাপারে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত কয়েক মাসে গাংনীর চরগোয়ালগ্রাম, শুকুরকান্দী, আকুবপুরসহ কয়েকটি মাঠে ফসল কেটে দেওয়ার ঘটনা ঘটেছে।

সর্বশেষ খবর
menu-circlecross-circle linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram