কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
প্রতিনিধি :
ইমদাদুল হক
আপডেট :
মে ১৮, ২০২১
155
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ২৩ জনকে পুরস্কৃত করেছে মনিদুহা ফেসবুক গ্রুপ। গ্রুপের সদস্যদের উদ্যোগে পবিত্র রমাযান মাসে 'মনিদুহা কুইজ প্রতিযোগিতা-২০২১' এর আয়োজন করা হয়। আজ মঙ্গলবার (১৮/০৫/২০২১) সকাল ৮টায় অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া। অনুষ্ঠানের আয়োজন করা হয় নওলামারী পুরাতন ঈদগাহ ময়দানে।
পুরস্কার বিতরণের আগে মাওলানা আব্দুর রবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাওলানা ইমদাদুল হক, মাওলানা মখলেসুর রহমান, লাল মোহাম্মদ, আব্দুল মোমিন, শাকিল, রবিউল, সবুজ, শীতল প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানটি সফল করার জন্য সর্বাত্মক শ্রম দিয়েছে মিনহাজ শোভন, আরাফাত, রাকিব-সহ আরো অনেকে। সকাল নয়টায় নওলামারী পুরাতন ঈদগাহ মসজিদের ইমাম মাওলানা মখলেসুর রহমানের দুআর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।