প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পথচারী দুস্থদের মাঝে খাবার বিতরণ করে মেহেরপুর জেলা যুবলীগ
মেহেরপুর প্রতিনিধি \ ঐতিহাসিক ১৭ই মে জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও ২ শতাধিক পথচারী দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছে মেহেরপুর জেলা যুবলীগ। সোমবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারের সামনে পথচারী দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
জেলা যুবলীগের আহ্বায়ক রিটন বলেন, কেন্দ্রীয় যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের নির্দেশে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে ১৭ই মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহন করেছে মেহেরপুর জেলা যুবলীগ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশির ভাগ সদস্যকে হত্যা করা হয়। ঐসময় বিদেশে থাকার কারণে ঘাতকদের হাত থেকে বেচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশকে স্বাধীনতাবিরোধীদের ধারায় নিয়ে যেতে ঘাতকগোষ্ঠী নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়।
সেই সময় আওয়ামী লীগের নেতারাও বিভক্ত হয়ে পড়েন। ১৯৮১ সালের ফেব্ররুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাঁকে দলের সভাপতি নির্বাচন করা হয়। প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঠেকাতে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে তৎকালীন জিয়াউর রহমানের সরকার। সামরিক শাসকের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ১৯৮১ সালের ১৭ মে প্রিয় স্বদেশভূমিতে ফিরে আসেন দেশরত্ন শেখ হাসিনা। জেলা যুবলীগের সদস্য সাজাদুর রহমান সাজু সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য মেজবা উদ্দিন,ইউনুস আলী, মাহবুব হাসান ডালিম, সাইফুল ইসলাম উজ্জাল, রোকনুজ্জামান রোকনসহ যুবলীগের নেতাকর্মীরা। এর আগে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।