গাংনীতে সড়ক দুর্ঘটনায় আহত-২
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ১৭, ২০২১
76
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :
| ছবি :
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই যুবক আহত হয়েছে। রোববার বিকেল তিনটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী চোখতোলার মাঠে এই দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালশা গ্রামের দারুক হোসেনের ছেলে সিয়াম হোসেন(১৮) এবং কুষ্টিয়া চরগ্রামের বশির আহমেদের ছেলে সজল হোসেন (২৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান,সিয়াম ও সজল তাদের ৭ থেকে ৮ জন বন্ধু মোটরসাইকেলযোগে মেহেরপুরের মুজিবনগরে বেড়াতে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ক্রস করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে।
এ সময় সিয়াম ও সজল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়।তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।