হরিণাকুন্ডুতে কিশোরীকে নিয়ে পালানোর সময় বখাটে আটক, মুচলেকা দিয়ে মুক্তি
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে প্রেমের ফাঁদে ফেলে এক কিশোরীকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় হৃদয় হোসেন (১৯) নামের এক বখাটে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার রাতে হরিণাকুন্ডুর হরিশপুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ। পরে মঙ্গলবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পরিবারের লোকজন মুচলেকা দিয়ে তাকে মুক্ত করে নিয়ে যায়।
জানা গেছে, হরিনাকুন্ডুর বেলতলা গ্রামের জাব্বারুল মিয়ার ছেলে বখাটে হৃদয় হোসেন বিভিন্ন সময় এলাকার স্কুল পড়–য়া মেয়েদের নানা ভাবে উত্যক্ত করতো। নানাভাবে প্রেমের প্রলোভন দেখিয়ে অশালীন কর্মকান্ড করে আসছে। সর্বশেষ পাশবর্তী সড়াতলা গ্রামের এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সোমবার বাড়ি থেকে তাকে নিয়ে চলে যায়।
মেয়েটি কিশোরী হওয়ায় তার বিয়ের পরিকল্পনা ভেস্তে যায়। পরে রাতে হরিশপুর গ্রামের জনৈক এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয়। ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে হরিণাকুন্ডু থানা পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয় তাদের।