মেহেরপুর দারিয়াপুরে পথচারী ও দুঃস্থদের মাঝে সবজি বিতরন
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুরের মুজিবনগর দারিয়াপুর গ্রামে শতাধিক পথচারী ও দুঃস্থদের মাঝে ঈদ উপহার ও সবজি বিতরন করেন ডা. জামান উদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোস্তাফা মো: গোলাম মোর্তজা। বুধবার দারিয়াপুর বাজার প্রাঙ্গনে ডা. জামান উদ্দিন ফাউন্ডেশনের আয়োজনে অসহায় পথচারী ও দুঃস্থদের মাঝে সবজি বিতরন করা হয়।
প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সরফরাজ হোসেন মৃদুল। এসময় শতাদিক অসহায় পথচারী ও দুঃস্থদের মাঝে সবজি চাল, আলু, পটন, ঢেড়স, লালশাক, পেয়াজ, রসুন, সেমাই, চিনিসহ খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ডা. জামান উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি শাকিল আহমেদ, ম্যানেজার আনিছুর রহমান, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোন্তাকিুম হোসেন খোকন, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সেচ্চাসেবক সাব্বির আহমেদ, সনি, ইমরান হোসেন, সাকিব খানসহ অনেকে।