এমপি সাহিদুজ্জামান খোকন’র ব্যক্তিগত অর্থায়নে ঈদ উপহার বিতরণ
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার মহেশপুর গ্রামে অর্ধশতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করেছে মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। বুধবার বিকেলে উপজেলার মহেশপুর গ্রামে মাননীয় এমপি’র ব্যক্তিগত অর্থায়নে অর্ধ শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ কার্যক্রমে মাননীয় এমপি’র অ্যাম্বাসেডর/জনসংযোগ প্রতিনিধি সবুজ আহমেদ এর সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোর এস ডট কম এর সিইও এবং কথা বাংলার এমডি সামিউজ্জামান সামি। এসময় প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিতে মাননীয় এমপি মহোদয়ের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
তিনি আরো বলেন, বর্তমান বৈশ্বিক করোনা পরিস্থিতি মোকাবেলায় সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।