গাংনীর দেবীপুরে নগদ অর্থ বিতরণ করলেন,আবু কায়সার
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ১৩, ২০২১
142
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
গাংনী প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের দেবীপুর গ্রামের আবু কায়সার স্বপনের (পরিবার পরিকল্পনা পরিদর্শক-বামন্দী)ব্যক্তিগত উদ্যোগে হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ। বুধবার সন্ধ্যায় এ অর্থ বিতরণ করা হয়।
৪০জন অসহায়কে তিনি নগদ অর্থ প্রদান করেন। তিনি বলেন,ঈদ শুধু ধনীদের জন্য নয়।এতিম,অসহায়,অসচ্ছল সহ সকল মুসলমানের জন্য। তাই এই ঈদে ধনীদের উচিত গরিব পাশে দাঁড়ানো।তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া।যাতে ঈদের আনন্দ তাদের মাঝেও থাকে। তিনি আরো বলেন,একমাস সিয়াম সাধনার পরে আসে ঈদুল ফিতর।
এটা মুসলমানদের বড় আনন্দের দিন।এই আনন্দ বয়ে যাক প্রতিটি ঘরে ঘরে।তাই প্রতিবছরের ন্যায় এ বছরও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি।ভবিষ্যতেও এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেব ইনশাআল্লাহ।