আলমডাঙ্গায় “ফেইথ” সংগঠন মহামারী করোনাকালীন দুর্যোগে আর্থিক সংকটে থাকা বন্ধুদের পাশে
প্রতিনিধি :
শরিফুল ইসলাম রোকন
আপডেট :
মে ১২, ২০২১
117
বার খবরটি পড়া হয়েছে
শেয়ার :

| ছবি :
আলমডাঙ্গা পাইলট হাইস্কুলের এসএসসি ৮৯ ব্যাচ “ফেইথ” সংগঠনের বন্ধুরা মহামারী করোনাকালীন দুর্যোগে আর্থিক সংকটে থাকা বন্ধুদের পাশে দাঁড়িয়েছে। ১২ মে বুধবার আলমডাঙ্গা পাইলট হাইস্কুলের এসএসসি ৮৯ ব্যাচ “ফেইথ” সংগঠনের আলিফ উদ্দিন রোডের অফিস থেকে আর্থিক সংকটে থাকা বন্ধুদের মাঝে ৬ষ্ঠ বারের মত নগত অর্থ সহায়তা প্রদান করেন।
এছাড়াও এলাকায় অসহায় গরীব দুঃস্থদের মাঝে আলমডাঙ্গা পাইলট হাইস্কুলের এসএসসি ৮৯ ব্যাচ “ফেইথ” সংগঠনের বন্ধুরা নগত অর্থ বিতরণ করেছে। দেশ বিদেশে থাকা ফেইথ সংগঠনের সদস্যরা এ কর্মসূচীতে অংশ গ্রহণ করে। ইতোপূর্বেও ৫বার আর্র্থিক সংকটে থাকা বন্ধুদেরসহ এলাকায় অসহায় গরীব দুঃস্থদের মাঝে নগত অর্থ বিতরণ করেছেন।
আলমডাঙ্গা পাইলট হাইস্কুলের এসএসসি ৮৯ ব্যাচ “ফেইথ” সংগঠনের সদস্যরা এই ধরনের কর্মসূচী ভবিষ্যতে আরো করার আশাবাদ ব্যক্ত করেছেন।